উত্তর: সন্তানের উপার্জিত অর্থ বাবাকে দিয়ে দিতে হবে বিষয়টি এমন নয়। বরং পিতার অসহায়ত্বে তার সার্বিক দেখাশোনার দায়িত্ব সন্তানের। সুতরাং এমতাবস্থায় সন্তানের উপার্জনই যদি সংসারের খরচের একমাত্র উৎস হয় তাহলে, সন্তান তার উপার্জন দ্বারা পরিবারের খরচ বহন করবে। সাথে পিতা-মাতাকে সসম্মানে রাখবে। তাদের প্রয়োজন পূরণ করবে ইত্যাদি। মহান আল্লাহ বলেন, ‘আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তিনি ছাড়া অন্য কারো ইবাদত করো না। আর পিতা-মাতার সাথে সদাচরণ করো’ (আল-ইসরা, ১৭/২৩)। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তার নাক ধুলোয় ধুসরিত হোক! তার নাক ধুলোয় ধুসরিত হোক! তার নাক ধুলোয় ধুসরিত হোক!’ বলা হলো, সে কে হে আল্লাহর রাসূল? তিনি বললেন, ‘যে তার পিতা-মাতা দুজনকে অথবা কোনো একজনকে পেল, কিন্তু সে জান্নাতে যেতে পারল না’ (ছহীহ মুসলিম, হা/২৫৫১)। তাই এমন পিতাকে টাকা না দিয়ে উত্তমভাবে তাদের দেখাশুনা করবে।
প্রশ্নকারী : আজাদ
বড়াইগ্রাম, নাটোর।