কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩) : একজন বিবাহিত নারী তার দেবরের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। বিষয়টি জানাজানি হলে সাথে সাথে সে তার স্বামীকে তালাক দিয়ে দেবরকে বিয়ে করে। উক্ত বিবাহ কি জায়েয হবে? না হলে তাদের যে সন্তান জন্ম হয়েছে তার বিধান কী?

উত্তর : নারী-পুরুষের পদস্খলনের সবচেয়ে পিচ্ছিল পথ হলো দেবর-ভাবি। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবরকে মৃত্যুর সাথে তুলনা করেছেন (ছহীহ বুখারী, হা/৫২৩২; ছহীহ মুসলিম, হা/২১৭২)। তাই দেবর থেকে দূরে থাকা প্রত্যেক বিবাহিত নারীর জন্য অপরিহার্য। দ্বিতীয়ত, বিবাহিত নারী-পুরুষ যেনায় লিপ্ত হলে ইট-পাথর মেরে তাদের দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আর অবিবাহিত হলে ১০০ বেত্রাঘাত এবং এক বছরের জন্য এলাকা থেকে বিতাড়িত করে দেওয়াই হলো শরীআতের বিধান। তৃতীয়ত, স্ত্রীর তালাক দেওয়ার অধিকার নেই। তালাক দেওয়ার অধিকার একমাত্র স্বামীর (আত-তালাক, ৬৫/১)। বিধায় তার পক্ষ থেকে তালাক দেওয়া হলে তা তালাক বলে গণ্য হবে না। এই অবস্থায় তার দ্বিতীয় বিবাহ বাতিল হবে (আন-নিসা, ৪/২৪)। চতুর্থত, তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া হয় যে, তালাক হয়েছে তাহলে তিন মাসিক ইদ্দত পালন করা ব্যতীত অন্য কোথাও বিবাহ বসতে পারবে না। যদি বিবাহ হয়ে যায় তাহলে সেই বিবাহ বাতিল বলে গণ্য হবে এবং সাথে সাথে তাদের মাঝে বিবাহ বিচ্ছেদ ঘটাতে হবে। পঞ্চমত, তাদের ঘরে যে সন্তান এসেছে সেটা অবৈধ সন্তান হিসাবে বিবেচিত হবে। সেই সন্তান মায়ের মীরাছ পাবে; পিতার মীরাছের হক্বদার হবে না (তিরমিযী, হা/২১১৩; মিশকাত, হা/৩০৫৪)।

প্রশ্নকারী : শফীকুল ইসলাম



Magazine