কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : পিতা-মাতার মৃত্যুর পর তাদের জানাজা ও কবরস্থ করাসহ অন্যান্য পরবর্তী করনীয় সম্পর্কে জানতে চাই।

উত্তর : পিতা-মাতার মৃত্যর পর ছেলেদের উপর কিছু করণীয় থাকে। যা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হলো- (১) কাফন-দাফনের ব্যবস্থা করা। (২) ঋণ পরিশোধ করা (ছহীহ বুখারী, হা/১৮৫২)। (৩) মৃত ব্যক্তি উত্তরাধিকারী ব্যতীত অন্য কারো জন্য অছিয়ত করে গেলে তা বাস্তবায়ন করা। তবে তা সমস্ত সম্পদের এক-তৃতীয়াংশের বেশি হওয়া যাবে না (ছহীহ বুখারী, হা/১২৯৫)। (৪) মৃত ব্যক্তির সম্পদ তার উত্তরাধিকারীদের মাঝে বণ্টন করে দেওয়া (আন-নিসা, ৪/১১)। (৫) সন্তান কর্তৃক পিতা-মাতার জন্য দু‘আ করা এবং দান-ছাদাক্বা করা (ছহীহ মুসলিম, হা/৪৩১০)। (৬) পিতা-মাতার বন্ধু-বান্ধবদের সাথে ভালো ব্যবহার, আচরণ করা ইত্যাদি।

প্রশ্নকারী : আল মারুফ হোসেন ফয়সাল

রংপুর সদর, রংপুর।


Magazine