কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৮) : আমি শুনেছি যে আল্লাহর ৯৯টি নাম পড়ে কেউ যদি হাত তুলে দু‘আ করে,তাহলে তার দু‘আ কবুল হয়, এ কথা কি ঠিক?

উত্তর : হ্যা, আল্লাহর গুণবাচক নাম উল্লেখ করে দু‘আ করলে দু‘আ কবুল হয়। মহান আল্লাহ বলেন, ‘সুন্দর সুন্দর নামসমূহ তাঁরই। অতএব তোমরা এই নামগুলো ধরে তাঁকে ডাকো (আল-আ‘রাফ, ৭/১৮০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আল্লাহর ৯৯টি নাম রয়েছে। যে ব্যক্তি ঐ নামগুলোর প্রতি বিশ্বাস রাখবে অথবা ধারাবাহিকভাবে পড়বে বা মুখস্থ রাখবে সে জান্নাতে যাবে (ছহীহ বুখারী, হা/২৭৩৬; ছহীহ মুসলিম, হা/২৬৭৭; মিশকাত, হা/২২৮৭)। উল্লেখ্য যে, হাত তুলে দু‘আ করা যায়। কেননা কেউ হাত তুলে দু‘আ করলে আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন (তিরমিযী, হা/৩৫৫৬)।

প্রশ্নকারী : জুলকার

ঢাকা।


Magazine