কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৩): আমি যদি আল্লাহর নামে কসম করি যে আমি এই কাজ আর কখনোই করব না। কিন্তু পরবর্তীতে একই কাজে বারবার কসম ভঙ্গ করি, তাহলে আমার কাফফারা কী হবে? যতবার কসম ভেঙ্গেছি ততবার কাফফারা দিতে হবে কি? নাকি একটি বিষয়ে একাধিকবার কসম ভাঙার জন্য একটাই কাফফারা দিতে হবে? এ ব্যাপারে বিস্তারিত জানালে উপকৃত হতাম।

উত্তর: কসমের অর্থ হলো কোনো কাজ করা বা না করার বিষয়টি নিজের উপর আবশ্যক করে নেওয়া। তাই কসম করলে তা অবশ্যই পালন করা উচিত। তবে কোনো একটি বিষয়ে এক বা একাধিকবার কসম করার পর তা ভঙ্গ করা হলে, তাকে একবার কাফফারা দিতে হবে। ইবনু উমার রাযিয়াল্লাহু আনহুমা বলেন, ‘যদি কয়েকবার কসম করা হয়, তাহলে একটি কাফফারা দিতে হবে’ (মুছান্নাফ আব্দুর রাযযাক, হা/১৬০৬১)। তবে ভিন্ন ভিন্ন বিষয়ে কসম ভঙ্গ করলে প্রত্যেক কসম ভঙ্গের জন্য আলাদা কাফফারা দিতে হবে। আর কসম ভঙ্গের পর আবার একই কসম করে তা দ্বিতীয়বার ভঙ্গ করলেও তাকে আবার কাফফারা দিতে হবে। কাফফারা হলো, আল্লাহ তাআলা বলেন, ‘এর কাফফারা দশজন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান করা, যা তোমরা তোমাদের পরিজনদেরকে খেতে দাও বা তাদেরকে বস্ত্রদান কিংবা একজন দাসমুক্তি। আর যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন ছিয়াম পালন করা। তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা। আর তোমরা তোমাদের কসম রক্ষা করো’ (আল-মায়েদা, ৫/৮৯)।

প্রশ্নকারী : জান্নাতুল মাওয়া

ঢাকা।

Magazine