কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৯) : ফরয ও ওয়াজিবের মাঝে পার্থক্য কি?

উত্তর: জমহূর ফক্বীহদের মতে ওয়াজিব ও ফরযের মাঝে কোন পার্থক্য নেই। তাদের মতে এ দুটি সমার্থক শব্দ। (মুযাক্কিরাতুন ফী উছূলিল ফিক্বহ, ১/১২)। অনুরূপভাবে সুন্নাত ও নফলও একই জিনিস।

তবে সুন্নাতের মাঝে কিছু সুন্নাত এমন আছে, যা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর কিছু এমন আছে, যার গুরুত্ব তুলনামূলক কম। যেমন সুন্নাত ছালাতের মধ্যে ফজরের পূর্বের দুই রাকআত, বিতরের ছালাত অন্যান্য সুন্নাত ছালাতের চেয়ে অধিক গুরুত্ব রাখে।

প্রশ্নকারী : বদরুদ্দোজা

কাজুলিয়া, গোপালগঞ্জ।

 

Magazine