কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৬) : আত্মরক্ষার জন্য কাউকে মেরে ফেললে পাপ হবে কি?

উত্তর : আত্মরক্ষাকারী যদি সম্পূর্ণ নির্দোষ হয় এবং কেউ তাকে অন্যায়ভাবে হত্যা করতে আসে, তাহলে জীবন বাঁচানোর জন্য প্রতিপক্ষকে মেরে ফেললে গোনাহ হবে না। বরং প্রতিপক্ষ মারা গেলে সে জাহান্নামে যাবে এবং আত্মরক্ষাকারী মারা গেলে সে শহীদ বলে গণ্য হবে। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা এক ব্যক্তি এসে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! যদি কোন লোক এসে জোর পূর্বক আমার মাল ছিনিয়ে নিতে চায়, তখন আমি কী করব? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে তোমার মাল দিয়ো না। লোকটি বলল, যদি সে আমার উপর আক্রমণ করে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমিও তার উপর আক্রমণ করবে। লোকটি বলল, যদি সে আমাকে হত্যা করে ফেলে? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন তুমি হবে শহীদ। লোকটি বলল, যদি আমি তাকে হত্যা করে ফেলি? রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে হবে জাহান্নামী (ছহীহ মুসলিম, হা/১৪০; মিশকাত, হা/৩০১৩)।

-আবু তালহা বিন নজরুল ইসলাম

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, পবা, রাজশাহী।


Magazine