কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : যাকাতের টাকা দিয়ে বোনের শ্বশুর বাড়িতে ইফতার অনুষ্ঠান করা যাবে কি?

উত্তর : যাকাতের সম্পদকে আল্লাহ তা‘আলা ফকীর মিসকীনসহ আট শ্রেণির মানুষের হক্ব বলেছেন (আত তাওবা, ৯/৬০)। যাকাত দাতাকে যাকাতের হক্বদারের নিকটেই তার যাকাত দিতে হবে। সেখানে সে নিজ স্বাধীনতা ব্যবহার করতে পারবে না। তবে যদি বোন যাকাতের হক্বদার হয় আর হক্ব হিসেবে তাকে দেওয়া হয়, তখন সে তার নিজস্ব সম্পদ হিসেবে মানুষকে দাওয়াত দিতে পারে। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে গোশত হাযির করা হলো। আমি বললাম, এটা বারীরাকে ছাদাকাহস্বরূপ দেওয়া হয়েছে। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা বারীরাহ’র জন্য ছাদাক্বা, আর আমাদের জন্য হাদিয়া বা উপহার (ছহীহ বুখারী, হা/১৪৯৩, ছহীহ মুসলিম, হা/১০৭৪, ১০৭৫)।

প্রশ্নকারী : খালেদ মাহমুদ

চট্টগ্রাম।

Magazine