কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৪) : মাগরিবের আযানের আগ মুহুর্তে মসজিদে ঢুকে কি তাহিয়্যাতুল মসজিদের ছালাত পড়া যাবে?

উত্তর : তাহিয়্যাতুল মসজিদ তথা মসজিদে বসার পূর্বে দুই রাকা’আত ছালাতের নিষিদ্ধ কোনো সময় নেই। বরং যেকোনো সময় মসজিদে ঢুকলে তা পড়া যায়। তিন সময় ছালাত পড়া নিষিদ্ধ- ১. সূর্য উদিত হওয়ার সময় ২. সূর্য অস্ত যাওয়ার সময় ৩. সূর্য ঠিক মাথার উপর অবস্থান করার সময়। কেউ যদি এই নিষিদ্ধ তিন সময়েও মসজিদে প্রবেশ করে তার জন্যও বসার পূর্বে দুই রাকা’আত তাহিয়্যাতুল মসজিদ পড়া আবশ্যক। আবূ ক্বাতাদা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন বসার আগে দুই রাকা’আত ছালাত আদায় করে নেয়’ (ছহীহ বুখারী, হা/৪৪৪; ছহীহ মুসলিম, হা/৭১৪)।

ফয়েজ উল্লাহ

মিরপুর-১২।


Magazine