উত্তর: ফজর ছালাতের পরে সূরা ইয়াসিন পড়ার ফযীলত মর্মে যে হাদীছগুলো বর্ণিত হয়েছে; তার সবগুলোই যঈফ অথবা জাল (ইসলাম ওয়ায়িব, ফতওয়া নং- ৫৪৩৯৭; মুসনাদে দারেমী, হা/৩৪৬১)। তবে কোনো সূরা নিয়মিত পড়া বা মাঝে মধ্যে পড়াতে কোনো সমস্যা নেই। তবে তা যদি কোনো নির্দিষ্ট সময়ের জন্য নির্ধারণ করা হয়। আর এ ক্ষেত্রে কোনো দলিল পাওয়া না যায় তাহলে তা বিদআত বলে গণ্য হবে। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি এমন আমল করল যা আমার শরীআতের মধ্যে নেই তা প্রত্যাখ্যাত’ (ছহীহ মুসলিম, হা/২৯৮৫)।
প্রশ্নকারী : মো. সাহারুল ইসলাম
দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ, ভারত।