কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : আদম আলাইহিস সালাম ভারত থেকে ষাট হাজার বার হজ্জ্ব করতে গিয়েছিলেন। এই ঘটনা কি সত্য?

উত্তরষাট হাজার বার নয়; বরং এক হাজার বারের কথা একটি বর্ণনাতে এসেছে। কিন্তু বর্ণনাটির সনদ নিতান্তই দুর্বল। এর সনদে ক্বাসিম ইবনু আব্দির রহমান নামে একজন যঈফ রাবী আছে (ইবনু খুযায়মা, হা/২৭৯২; সিলসিলা যঈফা, হা/৫০৯২)। আবার আদম আলাইহিস সালাম-এর বয়সই ছিল এক হাজার বছর (মুসনাদে আহমাদ, হা/২২৭০)। তাহলে তিনি কীভাবে ষাট হাজার বার হজ্জ্ব করলেন। সুতরাং এমন বর্ণনা মিথ্যা।

প্রশ্নকারী : মো: রমজান আলী

নরসিংদী।


Magazine