কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : আমার বাবার পেশনের ৮ লক্ষ টাকা ২ বছর যাবৎ ইসলামী ব্যাংকে জমা আছে। যেহেতু আমি চাকরিজীবী, সেহেতু আগামী বছরও এই টাকার কোনো পরিবর্তন হবে না। আমার প্রশ্ন হলো, এই টাকার ২.৫% যাকাত আদায়ের পর পরবর্তী বছরেও কি তার যাকাত দিতে হবে।

উত্তর : সম্পদ যতদিন নিছাব পরিমাণ থাকবে, ততদিন পর্যন্ত প্রতি বছর যাকাত দেওয়া অব্যাহত রাখতে হবে। সেই সম্পদ বৃদ্ধি হোক কিংবা না হোক। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যাকাত তাদের ধনীদের থেকে নেওয়া হবে। আর গরীবদের মাঝে বণ্টন করা হবে’ (ছহীহ বুখারী, হা/১৪৯৬; ছহীহ মুসলিম, হা/১৯; মিশকাত, হা/১৭৭২)। অন্যত্র রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أَلاَ مَنْ وَلِىَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ لَهُ فِيهِ وَلاَ يَتْرُكْهُ تَأْكُلْهُ الزَّكَاةُ ‘ইয়াতীমের অভিভাবক ব্যতীত যার কাছে মাল বা সম্পদ আছে, সে যেন তার সাথে তার ব্যবসা করে। কেননা ব্যবসা না করে এমনিতেই রেখে দিলে যাকাত তা খেয়ে ফেলবে (বায়হাক্বী, সুনানুল কুবরা, হা/৭১৩১)।

 প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক।



Magazine