উত্তর: এমতাবস্থায় দুই রাকআত সুন্নত আদায় করবে। কেননা যোহরের পূর্বে দুই রাকআত সুন্নত পড়া যায়। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে, ‘আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাত আদায় করেছি ১০ রাকআত- যোহরের পূর্বে ২ এবং পরে ২ রাকআত, এবং জুমআর পরে ২ রাকআত, মাগরিবের পরে ২ রাকআত, ঈশার পরে ২ রাকআত ও ফজরের পূর্বে ২ রাকআত (ছহীহ বুখারী, হা/১১৬৭)।
প্রশ্নকারী : এম. হুমায়ুন কবির
সোনাতলা, বগুড়া।