কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : যোহর ছালাতের সময় মসজিদে এমন সময় উপস্থিত হলাম যে, ফরযের পূর্বের চার রাকআত ছালাত আদায় করার সময় হচ্ছে না। কিন্তু দুই রাকআত তাহিয়্যাতুল মসজিদ পড়ার মতো সময় আছে। এমতাবস্থায় কি করবো?

উত্তরএমতাবস্থায় দুই রাকআত সুন্নত আদায় করবে। কেননা যোহরের পূর্বে দুই রাকআত সুন্নত পড়া যায়। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে, ‘আমি রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছালাত আদায় করেছি ১০ রাকআত- যোহরের পূর্বে ২ এবং পরে ২ রাকআত, এবং জুমআর পরে ২ রাকআত, মাগরিবের পরে ২ রাকআত, ঈশার পরে ২ রাকআত ও ফজরের পূর্বে ২ রাকআত (ছহীহ বুখারী, হা/১১৬৭)।

প্রশ্নকারী : এম. হুমায়ুন কবির

সোনাতলা, বগুড়া।

 

Magazine