কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : লায়লাতুল ক্বদর কি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে হয়ে থাকে না-কি এক সাথে? যদি ভিন্ন ভিন্ন সময়ে হয়ে থাকে তাহলে, সৌদি আরবে বিজোড় রাত হলে আমাদের দেশে জোড় রাত হয়। এক্ষণে আমরা কিভাবে লায়তুল ক্বদর খুঁজব?

উত্তর : ক্বদরের রাত মহান আল্লাহর গায়েবের সাথে সম্পৃক্ত। আমাদের বিশ্বের ২৪ ঘন্টার সীমাবদ্ধ দিন রাতের যে সময় তা আল্লাহর সৃষ্টি। মহান আল্লাহর গায়েবেও এভাবেই এই সময়েই সবকিছু হয় এটা ভেবে নেওয়া জায়েয নয়। কেননা মহান আল্লাহ তার নিজের সৃষ্টি করা সময়ের উর্ধ্বে (সুবহানাহু তাআলা)। সুতরাং লাইলাতুল ক্বদরকে নিজের হিসাবে তুলনা করে প্রশ্ন উত্থাপন করা মূলত গায়েবের বিষয়ের উপর প্রশ্ন উত্থাপন করা যা মোটেই ঠিক নয়। কেননা মানুষের দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তির যেমন সীমা রয়েছে তেমনি মানুষের চিন্তাশক্তিরও সীমা রয়েছে। আর গায়েবের এই বিষয়গুলো মানুষের চিন্তাশক্তির বাহিরে। এটি মহান আল্লাহ নিজেই পরিচালনা করেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়লাতুল ক্বদর রামাযানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে অন্বেষণ করতে বলেছেন। তাছাড়া কোন তারিখে লায়লাতুল ক্বদর হবে? সে বিষয়ে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কিছু বলে যাননি। বরং তিনি একাধিক হাদীছে বলেছেন, ‘তোমরা রামাযানের শেষ দশকের প্রত্যেক বেজোড় রাত্রিতে ক্বদর তালাশ করো’ (ছহীহ বুখারী, হা/২০১৭; মিশকাত, হা/২০৮৩)। সুতরাং এই শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে অন্বেষণ করলেই আশা করা যায় লায়লাতুল ক্বদর পেয়ে যাবে।

প্রশ্নকারী  :  কাজী দ্বীন ইসলাম দিপু

শরীয়তপুর।


Magazine