কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬): আমার নাইটগার্ডের কাজ রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত। এর মাঝে এশা ও ফজরের ছালাতজামাআতে আদায় করা সম্ভব নয়। বরংযেখানে ডিউটি সেখানেই ছালাত আদায় করতে হবে।সেক্ষেত্রে কি এই কাজ করা আমার জন্য বৈধ হবে?

উত্তর: জামাআতে ছালাত আদায় করা আবশ্যক। যারা জামাআত থেকে পিছিয়ে থাকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়িঘর পুড়িয়ে দিতে চেয়েছেন (ছহীহ বুখারী, হা/৬৪৪)। সুতরাং শারঈ কোনো ওযর ব্যতীত জামাআত ত্যাগ করা যাবে না, বরং অবশ্যই জামাআতের সাথে ছালাত আদায় করতে হবে। তবে বিশেষ কারণে জামাআতে না যেতে পারলে স্বস্থানে ছালাত আদায় করবে। যেমন গার্ডের ক্ষেত্রে এমনটি হয়ে থাকে। কেননা কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, কাপড় যদি (চুরি করে) নিয়ে যাওয়া হয়, তবে ছালাত ছেড়ে দিয়ে চোরকে (ধরার জন্য তার) অনুসরণ করবে (ছহীহ বুখারী, ২/৬৪)। সুতরাং প্রশ্নে উল্লেখিত ব্যক্তি তার স্বস্থানে এশা ও ফজরের ছালাত আদায় করতে পারবে।

প্রশ্নকারী :নাজিম

রাজশাহী।


Magazine