কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২): যারা আল্লাহর কাছে চায় তারা অনেক সময় দেরিতে পায়, আবার যারা আল্লাহর অবাধ্য হয়ে চলে তাদের চাওয়া-পাওয়া পূরণ হচ্ছে; এমন কেন হয়?

উত্তর: আল্লাহ তাআলা মানুষের ভাগ্য নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন, ‘তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন। অতঃপর তার তাকদীর বা পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন’ (আল-ফুরকান, ২৫/২)। বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ বান্দার প্রয়োজন অনুযায়ী দেন। কাঙ্ক্ষিত বস্তুটি দেরি করে পাওয়ার অর্থ এটা নয় যে, আল্লাহ তাকে ভালোবাসেন না বা তার প্রতি সন্তুষ্ট না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কোনো মুসলিম যদি দু‘আ করে যার মাঝে কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের বিষয় নেই। তাহলে অবশ্যই আল্লাহ তাকে এ তিনটির কোনো একটি দান করেন- (১) হয়তো তাকে তার কাঙ্ক্ষিত দু‘আ তাড়াতাড়ি দান করেন অথবা (২) তা তার পরকালের জন্য জমা রাখেন অথবা (৩) (দু‘আর) সমপরিমাণ তার কোনো অকল্যাণ বা বিপদাপদ তার থেকে দূর করে দেন’ (মুছান্নাফ ইবনে আবী শায়বা, হা/২৯১৭০)। আর যারা আল্লাহর অবাধ্য হওয়ার পরও সানন্দে জীবনযাপন করছে বা তাদের চাওয়া-পাওয়াগুলো পূর্ণ হচ্ছে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, ‘আমরা অল্প সময়ের জন্য তাদেরকে ভোগ করতে দেব, অতঃপর তাদেরকে কঠিন শাস্তি ভোগ করতে বাধ্য করব’ (লুকমান, ৩১/২৪)।

প্রশ্নকারী : আ. হান্নান বিন সাইফুল

 নারায়ণগঞ্জ।


Magazine