উত্তর: এগুলো সামাজিক কুসংস্কার। নবজাতক শিশুর আক্বীকার জন্য খানা-পিনার ব্যাপক আয়োজন করা ও তাকে হাদিয়া দেয়া শরী‘আত সম্মত নয়। তবে আক্বীকার গোশত আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীদের মাঝে হাদিয়া স্বরূপ বন্টন করা যায় এবং প্রয়োজনে তা রান্না করে খাওয়ানো যায় (বায়হাক্বী, ৯/৩০২ পৃ.)। অনুরূপ কোন দিন নির্ধারণ ছাড়াই ভ্রাতৃত্ব বজায় রাখার জন্য হাদিয়া দেয়া যেতে পারে। কারণ পরস্পরকে হাদিয়া দেয়া একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, ‘রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া কবুল করতেন। কেউ তাঁকে হাদিয়া দিলে তিনিও তাকে হাদিয়া দিয়ে পাঠাতেন’ (ছহীহ বুখারী, হা/২৫৮৫; মিশকাত, হা/১৮২৬)।