কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৫) : মসজিদের এরিয়ার মধ্যে কবর থাকলে সেই মসজিদে কি ছালাত শুদ্ধ হবে? যদি ছালাত শুদ্ধ না হয় তাহলে উপায় কী?

উত্তর : যদি মসজিদের আগে থেকেই কবর থাকে এবং সেই কবরকে কেন্দ্র করেই মসজিদ নির্মাণ করা হয়, তাহলে সেই মসজিদে ছালাত শুদ্ধ হবে না। তাই সেই মসজিদে ছালাত আদায় করা যাবে না, বরং সেই মসজিদকে ভেঙ্গে ফেলতে হবে। আর যদি মসজিদ কবরের আগে থেকেই থাকে, তাহলে আবশ্যক হলো সেই কবরকে অন্যত্র স্থানান্তর করা। সেই মসজিদে এই শর্তে ছালাত শুদ্ধ হবে যে, কবর যেন মুছল্লীর সামনে না থাকে। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে ফিরে ছালাত আদায় করতে নিষেধ করেছেন। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুশয্যায় বলেছিলেন, ‘আল্লাহ তাআলা ইয়াহূদী ও নাছারার ওপর লা‘নত করুন, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থানে পরিণত করেছে’ (ছহীহ বুখারী, হা/৪৩৫-৪৩৬)। সুতরাং কবরকে মসজিদ থেকে অবশ্যই স্থানান্তর করতে হবে (মাজমূ ফাতাওয়া ইবনু উছাইমীন, ১২/৩৭৩; মাউসূআতুল আক্বীদা ফিল আলবানী, ২/২৭৬)।

 প্রশ্নকারী : নাজমুর রহমান নিশাত

গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।


Magazine