উত্তর: জাহরী ছালাত একাকী পড়লেও ক্বিরাআত উচ্চৈস্বরে পড়তে হবে। উচ্চৈস্বরে ক্বিরাআত পড়া সুন্নাত। আয়েশা রযিয়াল্লাহু আনহা –কে এক ব্যক্তি জিজ্ঞাসা করল- রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাতে ছালাত আদায় করার সময় উচ্চস্বরে ক্বিরাআত পাঠ করতেন? তিনি বলেন, হ্যাঁ! তিনি কখনো উচ্চৈস্বরে আবার কখনো নিম্নোস্বরে ক্বিরাআত পাঠ করতেন (মুসনাদে আহমাদ, হা/২৫৩৪৪)। এছাড়াও আবূ বকর, উমার রযিয়াল্লাহু আনহুমা একাকী ছালাত আদায় করার সময় উচ্চৈস্বরে ক্বিরাআত পাঠ করেছেন (আবূ দাউদ, হা/১৩৩০; মিশকাত, হা/১২০৪)। অত্র হাদীছ প্রমাণ করে যে, একাকী জাহরী ছালাত আদায় করলে উচ্চৈস্বরে ক্বিরাআত পাঠ করা যায়।
প্রশ্নকারী : নূরুল হুদা
সোনারগাঁ, নারায়ণগঞ্জ।