কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩১) : তওবা করার শর্ত কী? মৃত্যু ঘনিয়ে আসার সময় তওবা করলে তা কবুল হবে কি?

উত্তর : তওবা কবুলের জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে (১) একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই তওবা হতে হবে। (২) কৃত গুনাহের জন্য অনুতপ্ত হতে হবে। (৩) পুনরায় সে গুনাহে জড়িত না হওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আর যদি পাপটি বান্দার সাথে যুক্ত হয়, তাহলে তা বান্দার নিকট ক্ষমা চেয়ে নিতে হবে। যেমন : সম্পদ হলে ফেরত দিতে হবে, সামর্থ্য না হলে ক্ষমা নিতে হবে ‍ইত্যাদি (নববী, রিয়াযুছ ছালেহীন, ‘তওবা’ অনুচ্ছেদ)। তওবার জন্য পাঠ করতে হবে رَبِّ اغْفِرْ لِي، وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ (মিশকাত, হা/২৩৫২)। অথবা ‘আস্তাগফিরুল্লা-হাল্লাযী লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল ক্বাইয়ুম ওয়া আতূবু ইলাইহহি’ (তিরমিযী, হা/৩৫৭৭; আবূ দাঊদ, হা/১৫১৭; মিশকাত, হা/২৩৫৩)। মৃত্যু ঘনিয়ে আসার সময় তওবা করলেও তা কবুল হবে। আব্দুল্লাহ ইবনু উমার রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয় আল্লাহ বান্দাহর তওবা কবুল করেন, বান্দাহর রূহ কণ্ঠনালীতে আসা পর্যন্ত’ (তিরমিযী হা/৩৫৩৭; ইবনু মাজাহ হা/৪২৫৩; মিশকাত, হা/২৩৪৩)। তবে এমন ব্যক্তির তওবা কবুল হবে না যে মন্দ কাজ করতেই থাকে এবং মৃত্যুর প্রাক্কালে তওবা করে (আন-নিসা, ৪/১৮)।

প্রশ্নকারী : আলিফ বিন জাহাঙ্গির কবীর ও খোরশেদ মাসুদার রহমান

সাঘাটা, গাইবান্ধা।


Magazine