কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৮) : কেউ দাওয়াত দিলে তা কবুল করা প্রত্যেক মুসলিমের কর্তব্য। কিন্তু যদি সে দাওয়াত হয় চল্লিশা, জন্মদিন কিংবা বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে তাহলে কি তা কবুল করা জরুরী?

উত্তর : বর্তমান সমাজে মৃত ব্যক্তিকে কেন্দ্র করে চল্লিশা, জন্মদিন, বিবাহ বার্ষিকী ইত্যাদির নামে যে সব অনুষ্ঠান করা হয় তার সবই জঘন্যতম বিদআত। তাই চল্লিশা, জন্মদিন, বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে অনৈসলামিক কোনো অনুষ্ঠানে দাওয়াত দিলে তা গ্রহণ করা যাবে না। কেননা এসব দাওয়াত গ্রহণ করার অর্থ হচ্ছে তাদের বিদআতী কাজে সহযোগিতা করা যা করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা তাক্বওয়া ও কল্যাণকর কাজে পরস্পরকে সহযোগিতা করো। পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পরকে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। তাছাড়া তার পরিণামও অত্যন্ত ভয়াবহ। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো বিদআতীকে আশ্রয় দেয়, আল্লাহ তার প্রতি লা‘নত করেছেন’ (ছহীহ মুসলিম, হা/১৯৯৮; মিশকাত, হা/৪০৭০)।

প্রশ্নকারী : নাজনীন পারভীন

আক্কেলপুর, জয়পুরহাট।


Magazine