উত্তর : কোনো মুসলিম পশু-পাখি যবেহ করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে গেলেও তার যবেহকৃত পশু-পাখির গোশত খাওয়া যাবে। কেননা তার আক্বীদাই হচ্ছে, পশু-পাখি যবেহ করার সময় বিসমিল্লাহ বলতে হয়। তাছাড়া ভুলে যাওয়া বিষয়টিকে শরীআতে শিথীলতার দৃষ্টিতে দেখা হয়। মহান আল্লাহ বলেন, ‘হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না’ (আল-বাক্বারা, ২/২৮৬)। এমতাবস্থায় খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নিতে হবে। আয়েশা রযিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, লোকেরা জিজ্ঞেস করল, হে আল্লাহর রাসূল! এখানে এমন কিছুসংখ্যক লোক বাস করে যারা শিরকের নিকটবর্তী, তারা অনেক সময় আমাদের কাছে গোশত নিয়ে আসে। কিন্তু আমরা জানি না, তারা তাতে ‘বিসমিল্লাহ’ পড়ে (যবেহ করে) কি-না। তিনি বললেন, এমতাবস্থায় তোমরা নিজেরা আল্লাহর নাম নাও এবং খাও (ছহীহ বুখারী, হা/৬৯৬৩; সুনানে আবূ দাঊদ, হা/২৮৩১; মিশকাত, হা/৪০৬৯)।
প্রশ্নকারী : মিযান