উত্তর: ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ অংশ এটাই যে, মানুষ তার পরবর্তী বংশধরের জন্য সম্পদ রেখে যাবে, যার বণ্টন পদ্ধতি কুরআন ও ছহীহ হাদীছে বর্ণিত হয়েছে। উল্লেখ্য যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানদের জন্য অর্থসম্পদ রেখে যাওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সা‘দ বিন আবী ওয়াক্কাছ রাযিয়াল্লাহু আনহু-কে বলেছিলেন, তুমি তোমার ওয়ারিছদের এমন অবস্থায় রেখে যাবে যে, তারা দরিদ্র হয়ে মানুষের কাছে হাত পেতে বেড়াবে; এর চেয়ে এটাই উত্তম যে, তুমি তাদেরকে ধনী ও অমুখাপেক্ষী অবস্থায় রেখে যাবে’ (ছহীহ বুখারী, হা/১২৯৫; ছহীহ মুসলিম, হা/১৬২৮)।