কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩৫) : আল-ইতিছাম পত্রিকাটি অমুসলিম তথা হিন্দুদের পড়তে দেওয়া যাবে কি?

উত্তর : পড়তে দেওয়া যাবে (ছহীহ বুখারী, হা/৪৫৫৩)। এতে কোনো সমস্যা নেই। কেননা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহইয়া কালবী রযিয়াল্লাহু আনহু –র মাধ্যমে খ্রিস্টান বাদশা হেরাক্লিয়াসের নিকট দাওয়াত পত্র পাঠিয়ে ছিলেন। সে দাওয়াত পত্রে কুরআনের আয়াতও লেখা ছিল (ছহীহ বুখারী, হা/৪৫৫৩)। আল-ইতিছাম পত্রিকার উদ্দেশ্য শুধু মুসলিমের নিকট দ্বীন প্রচার নয় বরং এর উদ্দেশ্য হচ্ছে- ইসলামের সঠিক ব্যাখ্যা, ইসলামের সৌন্দর্য, মুসলিম অমুসলিম, আস্তিক, নাস্তিকসহ সকল চিন্তাধারার মানুষের নিকট তুলে ধরা। যাতে তারা এর মাধ্যমে সঠিক ও মনোনীত র্ধম ইসলামকে মনে-প্রাণে গ্রহণ করতে পারে। সুতরাং অমুসলিমকেও এই পত্রিকা পড়তে দেওয়া যায় এবং দেওয়া উচিত। এতে দ্বীন প্রচারে সহযোগিতার কারণে ছওয়াব পাওয়া যাবে। ইনশা-আল্লাহ!

প্রশ্নকারী : মো. আব্দুল গফুর

জিপিও ৯০০০, খুলনা।


Magazine