কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৪) : কোনো প্রতিষ্ঠানের ব্যাংক একাউন্টের হিসাবরক্ষক হিসাবে চাকরি করলে কোনো পাপ হবে কি?

উত্তর: হ্যাঁ, ‍সূদ ভিত্তিক যেকোনো প্রতিষ্ঠানের যেকোনো পদে কাজ কারলেই পাপ হবে। সূদের সাথে সম্পৃক্ত কোনো স্তরের চাকরি করা যাবে না। কারণ রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূদ গ্রহীতা, সূদ দাতা, সূদের লেখক এবং সূদের সাক্ষীদের উপর অভিশাপ করেছেন এবং বলেছেন, ‘তারা সবাই (পাপে) সমান’ (ছহীহ বুখারী, হা/৫৯৬২; ছহীহ মুসলিম, হা/১৫৯৮)। তাই এমন চাকরি বর্জন করা একান্ত জরুরী।

প্রশ্নকারী : রিপন হোসেন

বগুড়া।


Magazine