কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : একজন ব্যক্তি সর্বোচ্চ কতটি পশু কুরবানী করতে পারে?

উত্তর : একটি পরিবারের পক্ষ থেকে একটি কুরবানী করাই যথেষ্ট। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে লোকসকল! নিশ্চয়ই প্রতিটি পরিবারের লোকদের ওপর প্রতি বছর কুরবানী করা কর্তব্য (আবূ দাউদ, হা/২৭৮৮, তিরমিযী, হা/১৫১৮)। তবে সামর্থানুপাতে একাধিক পশুও কুরবানী করতে পারে। আনাস রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি শিংওয়ালা সাদা-কালো রঙের ভেড়া কুরবানী করতেন (ছহীহ বুখারী, হা/৫৫৬৪, ৫৫৬৫)। অপর বর্ণনায় আছে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে একশোটি উট কুরবানী করেছেন (ছহীহ মুসলিম, হা/১২১৮; ইবনু মাজাহ, হা/৩০৭৪)।

প্রশ্নকারী :  হৃদয় খান শান্ত

সিরাজগঞ্জ।


Magazine