কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : আছরের ছালাত জামাআতের সাথে একবার হওয়ার পর মসজিদের ভিতরে দ্বিতীয় জামাআত করা যাবে কি?

উত্তরশুধু আছরের ছালাত নয়। বরং জুমআর ছালাত ব্যতীত সকল ছালাত একই মসজিদে একাধিকবার জামাআত করে পড়াতে কোনো সমস্যা নেই। বরং অনেক ক্ষেত্রে তা উত্তম। আবূ সাঈদ রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, একবার রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ছালাত আদায় শেষ হওয়ার পর জনৈক ব্যক্তি মসজিদে নববীতে এলো। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘তোমাদের মধ্যে কে এই ব্যক্তির সাথে ছওয়াব উপার্জন করতে চাও? তখন এক ব্যক্তি উঠে দাঁড়াল এবং তাঁর সাথে ছালাত আদায় করল (তিরমিযী, হা/২২০)। আব্দুল্লাহ ইবনু উমর রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘জামা’আতে ছালাতের ফযীলত একাকী আদায়কৃত ছালাত থেকে সাতাশ’ গুণ বেশি (ছহীহ বুখারী, হা/৬১৯; মিশকাত, হা/১০৫২)। উবাই ইবনু কাব রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘নিশ্চয়ই মানুষের একাকী ছালাত হতে দুইজনের একত্রে ছালাত আদায় করা অধিক উত্তম এবং দুইজনের একত্রে ছালাত অপেক্ষা তিনজনের একত্রে ছালাত আদায় করা আরও অধিক উত্তম। এর অধিক জামাআতে যতই লোক বেশি হবে, ততই তা মহান আল্লাহর নিকট অধিক পছন্দনীয়’ (আবূ দাউদ, হা/৫৫৪; আত-তারগীব, হা/৪১১)। অত্র হাদীছগুলো প্রমাণ করে যে, একই মসজিদে একাধিক জামাআত করা যায়।

প্রশ্নকারী : আব্দুল্লাহ

ইসলামপুর, জামালপুর।

Magazine