কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৮): কলম, রাবার, পুরাতন ক্যালকুলেটর, স্কেল ইত্যাদি কুড়িয়ে পেলে ব্যবহার করা যাবে ‍কি? লক্ষণীয় যে, এসব বস্তু সাধারণত হারিয়ে গেলে শিক্ষার্থীরা তেমন খোঁজ করে না।

উত্তর: কলম, রাবার, স্কেল, পুরাতন ক্যালকুলেটর ইত্যাদি ছোট ও সাধারণ জিনিস কুড়িয়ে পেলে তা ব্যবহার করা যেতে পারে, তবে আগে আশেপাশে মালিকের সন্ধান করার চেষ্টা করতে হবে এবং পরবর্তীতে মালিক এসে দাবি করলে তাকে তার মূল্য বা একই রকম জিনিস ফেরত দিতে হবে। যায়েদ ইবনু খালিদ জুহানী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, জনৈক বেদুঈন এসে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পড়ে থাকা বস্তু গ্রহণ সম্পর্কে জিজ্ঞেস করল। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এক বছর যাবৎ এর ঘোষণা দিতে থাকো। তার থলে ও তার বাঁধন স্মরণ রাখো। এর মধ্যে যদি কোনো ব্যক্তি আসে এবং তোমাকে তার বিবরণ দেয় (তবে তাকে দিয়ে দিবে), নতুবা তুমি তা ব্যবহার করবে’। সে বলল, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! হারানো বস্তু যদি ছাগল হয়? তিনি বললেন, ‘সেটা তোমার অথবা তোমার ভাইয়ের অথবা নেকড়ের জন্য’। সে আবার বলল, হারানো বস্তু উট হলে? নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চেহারায় রাগের ভাব ফুটে উঠল। তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এতে তোমার কী প্রয়োজন? তার সাথেই ক্ষুর ও পানির পাত্র রয়েছে, সে পানি পান করবে এবং গাছের পাতা খাবে’ (ছহীহ বুখারী, হা/২৪২৭)।

প্রশ্নকারী : আরিফ

পারুয়ারা, বুড়িচং, কুমিল্লা।

Magazine