কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : যদি মিরাজের রাত্রিতে ছালাতের বিধান কার্যকর হয়ে থাকে, তাহলে ইবরাহীম (আঃ)–এর স্ত্রী সারা জালেম বাদশাহর অত্যাচার থেকে বাঁচার জন্য কিভাবে ছালাত আদায় করে ছিলেন?

উত্তরমিরাজের রাতে যে ছালাত ফরয হয়েছিল তা উম্মতে ‍মুহাম্মাদীর জন্য খাছ ছিল। আর ছালাতের বিধান পূর্বের নবীদের জন্যও ছিল। তবে, তা কত ওয়াক্ত ছিল, কত রাকআত ছিল, কোন সময়ে ছিল তা জানা যায় না। মহান আল্লাহ বলেন, ‘(ইবরাহীম আ. বললেন) ‘হে আমার রব, আমাকে ছালাত কায়েমকারী বানান এবং আমার বংশধরদের মধ্য থেকেও… (ইবরাহীম, ১৪/৪০)। তিনি আরো বলেন, ‘আর আমি মূসা ও তার ভাইয়ের কাছে ওহী পাঠালাম যে, ‘তোমরা তোমাদের কওমের জন্য মিসরে গৃহ তৈরী কর এবং তোমাদের গৃহগুলোকে কিবলা বানাও আর ছালাত কায়েম কর এবং মুমিনদের সুসংবাদ দাও’ (ইউনুস, ১০/৮৭)। এরূপ আরো অনেক আয়াতের পূর্বের নবীগণের ছালাতের বিষয়টি জানা যায়।

প্রশ্নকারী : সোলাইমান ইসলাম

ঢাকা।


Magazine