কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৬): শিশুর কানে আযান দেওয়ার হাদীছ কি যঈফ? তাহকীক পেশ করলে উপকৃত হবো।

উত্তর: উবাইদুল্লাহ ইবনু আবূ রাফে‘ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতেমা রাযিয়াল্লাহু আনহা যখন আলী রাযিয়াল্লাহু আনহু-এর পুত্র হাসান রাযিয়াল্লাহু আনহু-কে প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কানে ছালাতের আযানের ন্যায় আযান দিয়েছিলেন (আবূ দাঊদ, হা/৫১০৫)। উক্ত হাদীছে উবাইদুল্লাহ বিন আ‘সম নামক রাবীর দুর্বলতা থাকার কারণে উক্ত হাদীছ যঈফ (তুহফাতুল আহওয়াযী, ৫/৮৯; বায়ানুল ওহম ‍ওয়াল ইহাম, ৪/৫৯৪)।

প্রশ্নকারী : সামিরুল

পশ্চিমবঙ্গ, ভারত।


Magazine