কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯) : বাবা-মায়ের জন্য পঠিতব্য দু‘আ হলো, ‘রাব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি ছাগীরা’। কিন্তু ভাই-বোনের জন্য কোনো দু‘আ আছে কি-না আমার জানা নেই। এমতাবস্থায় কীভাবে আমি আমার মৃত ভাইয়ের জন্য দু‘আ করব?

উত্তর : জীবিত ও মৃত ভাই, বোন, দাদা, দাদী, নানা, নানি ও সকল মুসলিমের জন্য নিচের কুরআনিক দু‘আটি পড়া যেতে পারে। তাহলো-

رَبَّنَا اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ الْحِسَابُ.

‘হে আমাদের প্রতিপালক! আপনি আমাকে, আমার পিতা-মাতাকে, সকল মুমিন নর-নারীকে ক্ষমা করে দিন ঐ দিনে যে দিন হিসাব ক্বায়েম হবে (ইবরাহীম, ১৪/৪১)। অথবা নিচের দু‘আটিও পড়া যেতে পারে-

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ.

‘হে আল্লাহ! তাকে ক্ষমা করুন এবং তাকে দয়া করুন, শান্তিতে রাখুন, তার থাকার স্থানটিকে মর্যাদাশীল করুন, তার কবরকে প্রশস্ত করে দিন। বরফ ও তুষারের শুভ্রতা দিয়ে, তাকে গুনাহ থেকে এমনভাবে পরিষ্কার করে দাও যেভাবে সাদা কাপড় পরিষ্কার হয় ময়লা থেকে, তাকে দুনিয়ার বাসস্থানের চেয়ে উত্তম বাসস্থান, পরিবার ও সঙ্গী দান করুন। হে মা‘বূদ! তাকে জান্নাতে দাখিল করুন, তাকে কবর আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন (ছহীহ মুসলিম, হা/৯৬৩; মিশকাত, হা/১৬৫৫)।

السَّلَامُ عَلَيْكُمْ يَا أَهْلَ الْقُبُورِ يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ أَنْتُمْ سَلَفُنَا وَنَحْنُ بِالْأَثَرِ

‘মুমিন ও মুসলিম কবরবাসীদের উপরে শান্তি বর্ষিত হোক। আমাদের অগ্রবর্তী ও পরবর্তীদের উপরে আল্লাহ রহম করুন! আল্লাহ চাহে তো আমরা অবশ্যই আপনাদের সাথে মিলিত হতে যাচ্ছি’ (তিরমিযী, হা/১০৫৩; মিশকাত, হ/১৭৬৫)।

 প্রশ্নকারী : আব্দুল্লাহ ওমর

সাথিয়া, পাবনা।
Magazine