কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৫) : স্বামী-স্ত্রী যতবার মিলন করবে ততবার কি ফরয গোসল করতে হবে? যদিকরতেই হয় তাহলে শীতকালে কী করতে হবে?

উত্তর : স্বামী স্ত্রী একাধিকবার মিলন করলেও শেষে একবার গোসল করলেই সেটি যথেষ্ট হবে। আনাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই গোসলেই তার সকল স্ত্রীর কাছে যেতেন (ছহীহ মুসলিম, হা/৩০৯)। তবে একাধিকবার মিলন করতে চাইলে দুই মিলনের মাঝে ওযূ করা মুস্তাহাব। আবূ সাঈদ খুদরী রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলিত হবে তারপর আবার মিলিত হবার ইচ্ছা করবে সে যেন ওযূ করে নেয়’ (ছহীহ মুসলিম, হা/৩০৮)।

প্রশ্নকারী :  সাঈদ হোসেন

সাতক্ষীরা।


Magazine