কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৬) : ছিয়াম অবস্থায় মুখের লালা খাওয়া যাবে কি?

উত্তর: ছিয়াম অবস্থায় লালা বা থুথু গিলে ফেললে ছিয়ামের কোনো ক্ষতি হবে না। কেননা এগুলো মুখের সাধারণ থুথুর মতো যা মুখের সাধারণ পানি। এমনকি যদি কেউ থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও ছিয়ামের কোন ক্ষতি হবে না। কেননা এগুলো বাহিরের এমন কোনো বস্তু নয় যা ভিতরে প্রবেশ করেছে, সুতরাং এগুলো খাদ্য হিসাবে গণ্য হবে না। আমের ইবনু রাবী‘আ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ছিয়াম অবস্থায় অসংখ্যবার মিসওয়াক করতে দেখেছি। আবূ হুরায়রা রযিয়াল্লাহু আনহু নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমার উম্মতের জন্য যদি কষ্টকর মনে না করতাম তাহলে প্রতিবার অযূর সময়ই আমি তাদের মিসওয়াকের নির্দেশ দিতাম। জাবের রযিয়াল্লাহু আনহু ও যায়েদ ইবনু খালেদ রযিয়াল্লাহু আনহু-এর সূত্রে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে অনুরূপ বর্ণিত হয়েছে এবং তিনি ছায়েম ও যে ছায়েম নয়, তাদের মধ্যে কোনো পার্থক্য করেননি। আয়েশা রযিয়াল্লাহু আনহা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন যে, মিসওয়াক করায় রয়েছে মুখের পবিত্রতা ও আল্লাহর সন্তুষ্টি। আত্বা রহিমাহুল্লাহ ও কাতাদা রহিমাহুল্লাহ বলেছেন, ছিয়াম অবস্থায় তার মুখের থুথু গিলে ফেলতে পারে (ছহীহ বুখারী, ‘ছিয়াম’ অধ্যায়, অনুচ্ছেদ-২৮)।

প্রশ্নকারী : আশিকুর রহমান

পাবনা।


Magazine