কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৭) : আমার পরিচিত একজন মনে করেন সন্ধ্যা বেলায় বাতি জ্বালানো হলে দুষ্ট জিন কোনো ক্ষতি করতে পারবে না বা কোনো খারাপ কিছু হবে না। এই কথা কি সঠিক?

উত্তর উক্ত বক্তব্য সঠিক নয়। বরং এটি প্রচলিত কুসংস্কার মাত্র। তবে ছহীহ হাদীছে সন্ধ্যাতে শিশুদেরকে বাইরে বের করতে নিষেধ করা হয়েছে যাতে দুষ্ট জিনেরা কোনো কষ্ট দিতে না পারে। জাবের ইবনু আব্দুল্লাহ রযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যখন রাতের আঁধার নেমে আসবে অথবা বলেছেন, যখন সন্ধ্যা হয়ে যাবে তখন তোমরা তোমাদের শিশুদেরকে আটকিয়ে রাখবে। কেননা এ সময় শয়তানেরা ছড়িয়ে পড়ে। আর যখন রাতের কিছু অংশ অতিক্রান্ত হবে তখন তাদেরকে ছেড়ে দিতে পার। তোমরা ঘরের দরজা বন্ধ করবে এবং আল্লাহর নাম স্মরণ করবে। কেননা শয়তান বন্ধ দরজা খুলতে পারে না’ (ছহীহ বুখারী, হা/৩২৮০; ছহীহ মুসলিম, হা/২০১২)।

প্রশ্নকারী : আসাদ

সৈয়দপুর, নীলফামারী।


Magazine