উত্তর : হ্যাঁ; পারবেন। জরুরী কোনো প্রয়োজনে যোহর-আছর এবং মাগরিব-ইশাকে জমা করা যায়। আব্দুল্লাহ ইবনু আব্বাস রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীতিকর অবস্থা কিংবা সফররত অবস্থা ছাড়াই যোহর এবং আছরের ছালাত একসাথে এবং মাগরিব ও এশার ছালাত একসাথে আদায় করেছেন (ছহীহ মুসলিম, হা/৭০৫)। একদা ইবনু উমার রযিয়াল্লাহু আনহুমা-এর মুয়াযযিন ‘আছ-ছালাত’ বললে তিনি বলেন, চলো, এগিয়ে চলো! ইতিমধ্যে লালিমা দূরীভূত হওয়ার সময় হলে তিনি (বাহন থেকে) নেমে মাগরিবের ছালাত আদায় করলেন। অতঃপর কিছুক্ষণ অপেক্ষা করে লালিমা দূরীভূত হওয়ার পর ইশার ছালাত আদায় করলেন। এরপর তিনি বললেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফরে দ্রুত যাওয়ার প্রয়োজন হলে এরূপ করতেন, যেরূপ আমি করলাম। অতঃপর তিনি সেই দিন ও রাতের সফরে তিন দিনের পথ অতিক্রম করেন (আবূ দাঊদ, হা/১২১২)।
প্রশ্নকারী : মো. মোবিনুল ইসলাম মুন
বগুড়া।