উত্তর : না, যাবে না। কেননা কলপ বা কালো খেযাব ব্যবহার করা নিষিদ্ধ। জাবের রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা সাদা চুল কালো করা থেকে বেঁচে থাকো (ছহীহ মুসলিম, হা/২১০২; মিশকাত, হা/৪৪২৪)। তিনি আরও বলেছেন, ‘শেষ যামানায় এমন কিছু লোক হবে যারা কবুতরের বক্ষের ন্যায় কালো রঙের খেযাব দিয়ে চুল কালো করবে। তারা জান্নাতের সুগন্ধিও পাবে না’ (আবূ দাঊদ, হা/৪২১২; নাসাঈ, হা/৫০৭৫; মিশকাত, হা/৪৪৫২, সনদ ছহীহ)। তাই উল্লিখিত অবস্থায় কলপ বা কালো খেযাব লাগানো উচিত হবে না। বরং মেহেদী রঙয়ের খেযাব লাগানো উত্তম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘মেহেদীর রং হলো সর্বোত্তম খেযাব’(আবুদাউদ, তিরমিযী, নাসাঈ, মিশকাত হা/৪৪৫১)। উল্লেখ্য যে, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দাদা আব্দুল মুত্ত্বালিব জন্মগতভাবেই মাথায় সাদা চুলের অধিকারী ছিলেন (আর-রাহীকুল মাখতূম, পৃ. ৪৯)। এজন্য তার নাম ছিল শায়বাহ বা সাদাচুলের অধিকারী। সুতরাং জেনেটিক কারণে সাদা চুলের অধিকারী হওয়া দোষের কিছু নয়; বরং সামাজিকভাবে বিষয়টি সহজভাবে নেওয়াই কর্তব্য। আরও জানা আবশ্যক যে, আরবদের মধ্যে আব্দুল মুত্ত্বালিবই সর্বপ্রথম কালো কলপ ব্যবহার করেন। আর সাধারণভাবে প্রথম কালো কলপ ব্যবহার করে ফেরাঊন (ফাতহুল বারী, ১০/৪৩৫, হা/৫৮৯৯-এর ব্যাখ্যা দ্র.)।
প্রশ্নকারী : শোয়াইব
কাতলাসেন, ময়মনসিংহ।