কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৩) : তাহাজ্জুদের জন্য উত্তম সময় কখন? ফজরের আযানের পূর্বক্ষণে তাহাজ্জুদ ও বিতর আদায় করা যাবে কি?

উত্তর : তাহাজ্জুদ ছালাত রাত্রের শেষ তৃতীয়ংশে পড়া উত্তম। সুবহে ছাদেক হওয়ার আগ পর্যন্ত বা আযানের আগ পর্যন্ত তাহাজ্জুদ ও বিতর পড়তে পারবে। ইবনু আব্বাস রাযিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি আমার খালা মায়মুনা-এর কাছে রাত কাটিয়েছিলাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার বর্গের সঙ্গে কিছুক্ষণ আলাপ আলোচনা করে শুয়ে পড়লেন। তারপর রাত্রির শেষ তৃতীয়াংশে তিনি উঠলেন এবং আসমানের দিকে তাকিয়ে পাঠ করলেন

إِنَّ فِىْ خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُوْلِي الْأَلْبَابِ .

এরপর দাঁড়ালেন এবং মিসওয়াক করে ওযূ করলেন। এরপর তিনি এগারো রাক‘আত ছালাত আদায় করলেন। এরপর বেলাল আযান দিলেন তিনি দু’রাকআত ছালাত আদায় করলেন। তারপর বের হলেন এবং ফজরের ছালাত আদায় করলেন (ছহীহ বুখারী, হা/৪৫৬৯; ছহীহ মুসলিম, হা/৭৬৩)।

প্রশ্নকারী : জেসমিন

রামপুরা, জয়পুরহাট।


Magazine