কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭) : সম্প্রতি আমি জানতে পারলাম যে, কেউ কোনো নারীকে বিবাহের পূর্বে নিম্নোক্ত বাক্যগুলো বললে বিবাহের পর উক্ত নারী তালাক হয়ে যাবে। ১. আমি যাকে বিবাহ করব সে তালাক, ২. বিবাহের পর আমার স্ত্রী অমুক কাজ করলে তালাক, যখন তোমাকে বিবাহ করব তখন তুমি তালাক ইত্যাদী। সঠিক উত্তর দানে বাধিত করবেন।

উত্তর : বিবাহের পূর্বে কেউ এ ধরনের বাক্য উচ্চারণ করলে বিবাহের পর তালাক্ব কার্যকর হবে না। কেননা, মালিকানাবিহীন বিষয়ের মধ্যে ক্ষমতা খাটে না। আমর ইবনু শু‘আইব রহিমাহুল্লাহ তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আদম সন্তান যে সকল জিনিসের মালিক নন সে সকল জিনিসের মানত জায়েয নয়, সে যার মালিক নয় তাকে সে মুক্তি দিতে পারে না এবং তার সাথে যার বিয়ে হয়নি তাকে সে তালাকও দিতে পারে না। (তিরমিযী, হা/১১৮১; মিশকাত, হা/৩২৮২)। মিসওয়ার ইবনু মাখরামা রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহরে পূর্বে তালাক কার্যকর হবে না এবং মালিকানা সাব্যস্ত হওয়ার পূর্বে গোলাম আযাদ হবে না’ (ইবনু মাজাহ, হা/২০৪৮)।

প্রশ্নকারী : সুমাইয়া খাতুন

কাজিপুর, সিরাজগঞ্জ।


Magazine