কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২২): সোশ্যাল মিডিয়ায় কথোপকথনের সময় ইমোজি ব্যবহার করা কি জায়েয?

উত্তর: ইমোজি মূলত মানুষের বিভিন্ন আবেগ-অনুভূতি প্রকাশার্থে ব্যবহৃত হয়ে থাকে। যেসব ইমোজি ও স্টিকারে প্রাণীর মুখমণ্ডল কিংবা প্রাণীর পূর্ণ দেহাবয়ব স্পষ্ট থাকে সেগুলো ব্যবহার করা হারাম ও কবীরা গুনাহ (ছহীহ বুখারী, হা/২২২৫)। অথবা যেসব ইমোজিতে শয়তানের সিম্বল, বিধর্মীদের ধর্মীয় প্রতীক ব্যবহার করা হয়, সেসব ইমোজি ব্যবহার করাও হারাম (আবূ দাঊদ, হা/৩৫১২)। আর যেসব ইমোজিতে প্রকৃত মুখের কোনো বৈশিষ্ট্য নেই, যেমন- চোখ, মুখ, নাক, মাথা ও কান নেই, সেগুলো নিষিদ্ধ ছবির আওতাভুক্ত হবে না (মাজমূ ফাতাওয়া লি উছায়মীন, ২/২৭৯)।

প্রশ্নকারী : নাঈম ইসলাম

খিলগাঁও, ঢাকা।


Magazine