কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৯): ছালাতরত অবস্থায় মাসিক শুরু বুঝে ছালাত ছেড়ে দিলে, মাসিক শেষে কি ওই ছালাতের কাযা আদায় করতে হবে?

উত্তর: কোনো মহিলার ফরয ছালাতরত অবস্থায় মাসিক শুরু হলে, তাকে সেই ছালাত কাযা আদায় করতে হবে না। আবূ হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি কোনো ছালাতের এক রাকআত পেল, সে ছালাত পেল’ (ছহীহ বুখারী, হা/৫৮০; ছহীহ মুসলিম, হা/৬০৭)।

প্রশ্নকারী : শুয়াইব আহমদ

কালিহাতী, টাঙ্গাইল।


Magazine