উত্তর : বিসমিল্লাহির রহমানির রহীম লেখা যাবে। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের বাদশাহ হিরাকলের নিকট চিঠি লেখার সময়ে শুরুতে তিনি লিখেছিলেন, ‘বিসমিল্লা-হির রহমা-নির রহীম’ আল্লাহর বান্দা ও তাঁর রাসূল মুহাম্মাদ এর পক্ষ হতে রোম সম্রাট হিরাক্লিয়াসের প্রতি (ছহীহ বুখারী, হা/৬২৬০)। তবে বিসমিল্লাহির রহমানির রহীম-এর অবমূল্যায়ন হওয়ার সম্ভাবনা থাকলে না লেখাই ভালো। কেননা রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করতে নিষেধ করেছেন। যাতে তারা কুরআনের অসম্মান না করতে পারে (ছহীহ বুখারী, হা/২৯৯০; মুসনাদে আহমাদ, হা/৫২৯৩)।
প্রশ্নকারী : রবিউল ইসলাম
পীরগঞ্জ, রংপুর।