উত্তর: সামনাসামনি কেউ কারো প্রশংসা করলে সর্বপ্রথম তাকে এই কাজ করা থেকে নিষেধ করবে। কেননা এর মাধ্যমে যার প্রশংসা করা হচ্ছে সে ফিতনায় পড়তে পারে। আবূ বাকরাহ রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- এর সম্মুখে এক ব্যক্তি অপর ব্যক্তির খুব প্রশংসা করল। এটা শুনে তিনি ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হায় দুর্ভাগা! তুমি তোমার ভাইয়ের গলা কাটলে’। এ বাক্য তিনি তিনবার বললেন। অতঃপর বললেন, যদি তোমরা কারো প্রশংসা করা প্রয়োজন মনে করো, তবে এরূপ বলবে, আমি অমুক ব্যক্তি সম্পর্কে এ ধারণা পোষণ করি, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলাই ভালো জানেন (ছহীহ বুখারী, হা/২৬৬২, ছহীহ মুসলিম, হা/৩০০০)। আর যার প্রশংসা করা হচ্ছে সেই ব্যক্তি এই দু‘আ পড়বে, اللَّهُمَّ لَا تُؤَاخِذْنِيْ بِمَا يَقُولُوْنَ وَاغْفِرْ لِيْ مَا لاَ يَعْلَمُوْنَ অর্থ: ‘হে আল্লাহ! তারা যা বলছে সে ব্যাপারে আমাকে পাকড়াও করো না এবং যে বিষয়ে তারা জানে না, সে বিষয়ে আমাকে ক্ষমা করে দাও’। জনৈক ছাহাবী এ দো‘আটি পাঠ করতেন’ (আল আদাবুল মুফরাদ, হা/৭৬১, সনদ ছহীহ)।
প্রশ্নকারী : রকিবুল ইসলাম
বাগমারা, রাজশাহী।