কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২১) : ইহরাম অবস্থাতে বিবাহ করা যাবে কি?

উত্তর: না, ইহরাম অবস্থাতে বিবাহ করা যাবে না, এমনকি অন্যকেও বিবাহ দেওয়া যাবে না এবং বিবাহের প্রস্তাব দেওয়াও যাবে না। উছমান ইবনু আফফান রযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুহরিম ব্যক্তি বিবাহ করবে না, অন্যকেও বিবাহ করাবে না এবং বিবাহের প্রস্তাবও দিবে না (ছহীহ মুসলিম, হা/১৪০৯, আবূ দাউদ, হা/১৮৪১)।

উল্লেখ্য যে, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইমুনাহ রযিয়াল্লাহু আনহা কে ইহরাম অবস্থাতে বিবাহ করেছিলেন মর্মে যেই কথা রয়েছে তা সঠিক নয়। বরং নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইহরাম থেকে মুক্ত অবস্থাতেই বিবাহ করেছিলেন (ছহীহ মুসলিম, হা/১৪১১)।

প্রশ্নকারী : মাহফুজুর রহমান

যশোর।


Magazine