কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৩২) : ইফতার খাওয়ানোর জন্য মানুষকে মাইকে ডাকা যাবে কি?

উত্তর: ইফতার খাওয়ানোর জন্য মানুষকে ডাকার ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো আমল পাওয়া যায় না। তবে দাওয়াতের মাধ্যমে বা স্বাভাবিকভাবে যারা উপস্থিত হবেন তাদেরকে ইফতার করানোর ব্যাপারে উৎসাহ প্রদান করা হয়েছে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ছিয়াম পালনকারীকে ইফতার করায়, তার জন্য রয়েছে ইফতারকারীদের সমান ছওয়াব এবং এজন্য তাদের ছওয়াব থেকে কিছুই হ্রাসপ্রাপ্ত হবে না (ইবনু মাজাহ, হা/১৭৪৬, তিরমিযী, হা/৮০৭)। তবে ইফতারের ব্যাপারে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেন তাতে ছিয়াম পালনকারীকে ইফতার করানোর জন্য যে কোনো মাধ্যমে ডাকা যায়। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি ছায়েমকে ইফতার করাবে অথবা কোনো গাযীর আসবাবপত্র ঠিক করে দেবে সে তাদের (ছায়েম ও গাযীর) সমপরিমাণ ছওয়াব পাবে’ (মিশকাত, হা/১৯৯২)।

উল্লেখ্য যে, এক্ষেত্রে বিশেষ লক্ষ্যণীয় হলো এর দ্বারা উদ্দেশ্য যেন লোক দেখানো না হয়।

প্রশ্নকারী : নজরুল ইসলাম।

দিনাজপুর।


Magazine