কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৪) : মহিলাদের জামাআতে মহিলারা ইমামতি করতে পারবে কি?

উত্তর : হ্যাঁ, মহিলাদের জামাআতে মহিলারা ইমামতি করতে পারে। সে ক্ষেত্রে মহিলা ইমাম সামনে না দাঁড়িয়ে কাতারের মাঝে দাঁড়াবে (বায়হাক্বী সুনানুল কুবরা, হা/৫৯০, ৫৯১; দারাকুত্বনী, হা/১৫২৫)। তবে মহিলারা জুমআর ছালাতে ইমামতি করতে পারবে না। কারণ জুমআর ছালাত তাদের উপর ফরয নয়। ঈদের ছালাতে মহিলারা মহিলাদের ইমামতি করতে পারবে না, বরং পুরুষদের সাথে খোলা ময়দানে গিয়ে ঈদের ছালাত আদায় করবে (ছহীহ মুসলিম, হা/৮৯০)। উল্লেখ্য যে, পুরুষের উপস্থিতিতে মহিলা ইমামতি করতে পারবে না। কেননা আবূ বকর রযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘সে জাতি কখনো সফলকাম হবে না, যারা তাদের শাসনভার স্ত্রীলোকের হাতে অর্পণ করে’(ছহীহ বুখারী, হা/৭০৯৯; মিশকাত, হা/৩৬৯৫)।

প্রশ্নকারী : আবুল বাশার

গুরুদাসপুর, নাটোর।


Magazine