কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : ওয়াক্ত শুরু হওয়ার আগে কি ফজরের সুন্নাত আদায় করা যায়?

উত্তর : না, ওয়াক্ত শুরু হওয়ার আগে ফজরের সুন্নাত আদায় করা যায় না। কেননা, ফজরের দুই রাকা‘আত সুন্নাত ওয়াক্তের সাথে সম্পৃক্ত। ওয়াক্ত হলে কেবল তা আদায় করা যাবে, চাই আযান হোক অথবা না হোক। আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘ফজরের দুই রাকা’আত সুন্নাত দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে সব কিছুর চেয়ে উত্তম’ (ছহীহ মুসলিম, হা/৭২৫; নাসাঈ, হা/১৭৫৯; মিশকাত, হা/১১৬৪)।

প্রশ্নকারী : শামিম

মিরপুর-১২, ঢাকা।


Magazine