উত্তর : ইসলামী শরীআতে যে দুই ধরনের ব্যবসা বৈধ তার একটি হলো ‘মুদারাবা’ (مضاربة)। আর মুদারাবা হলো একজনের অর্থ এবং অপরজনের ব্যবসা। যাতে লাভ চুক্তি অনুযায়ী বণ্টন হবে (দারাকুত্বনী, হা/৩০৭৭; মুওয়াত্ত্বা, হা/২৫৩৫; ইরওয়াউল গালীল, হা/১৪৭২; বুলূগুল মারাম, হা/৯০৫, মওকূফ ছহীহ)। এক্ষেত্রে মূল সম্পদ ও লভ্যাংশের ভাগের অংশ মূল সম্পদের সাথে মিলিয়ে মূল মালিককে যাকাত দিতে হবে। তবে যিনি ব্যবসা করছেন তার লাভের ভাগের অংশও যদি নেসাবে পৌঁছে তাহলে তাকেও যাকাত দিতে হবে (আল-মুনতাক্বা মিন ফাতাওয়া আল-ফাওযান, ২/৮৭-এর আলোচনা দ্রষ্টব্য)।
-আতাউল্লাহ
বদরপুর, ঢালুয়া, নাঙ্গলকোট, কুমিল্লা।