কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১২) : ছালাতরত অবস্থায় শয়তানের প্ররোচনায় দুনিয়াবী বিভিন্ন চিন্তা মাথায় আসলে করণীয় কী?

উত্তর : প্রথমত, ছালাতরত অবস্থাতে মাথাতে দুনিয়াবী চিন্তা আসলে তা দূর করার চেষ্টা করবে। তারপর ‘আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রজীম’ পড়বে এবং বাম দিকে তিনবার থুথু মারবে। ওছমান ইবনু আবিল আছ রযিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! শয়তান আমার ছালাত এবং কিরাআতের মধ্যে সন্দেহ সৃষ্টি করে। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘এটা একটা শয়তান যাকে খিনযাব বলা হয়। সুতরাং তুমি যখন এর ওয়াসওয়াসা অনুভব করবে, তখন তা থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করবে। অর্থাৎ ‘আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রজীম’ পড়বে এবং বাম দিকে তিনবার থুথু মারবে। রাবী বলেন, আমি এ আমল করাতে আল্লাহ আমার হতে শয়তানের ওয়াসওয়াসা দূরীভূত করেন (ছহীহ মুসলিম, হা/২২০৩)।

প্রশ্নকারী : আহসান হাবীব

বগুড়া।


Magazine