কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৯): আমাদের এখানে ছুবহে ছাদিক হচ্ছে ভোর ৫টায়, সে হিসেবে আমরা ৫টায় আযান দিয়ে ৫টা ২৫ মিনিটে ফজরের ছালাতের জামাআত শুরু করছি। আবার দুপুরের ছালাত ১টায় আদায় করা হলে হাদীছ অনুযায়ী আমাদের ছালাত আউয়াল ওয়াক্তে হচ্ছে কি?

উত্তর: প্রথম ওয়াক্তে ছালাত আদায় করা উত্তম। উম্মু ফারওয়া বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে জিজ্ঞেস করা হলা, কোন আমলটি উত্তম? তিনি বললেন, ‘আউয়াল ওয়াক্তে ছালাত আদায় করা’ (মুসনাদে আহমাদ, হা/২৭১০৫; তিরমিযী, হা/১৭০)। জিবরীল আলাইহিস সালাম এসে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে দুইদিন নিজে ইমামতি করে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে ছালাত শিক্ষা দিয়ে যান। প্রথম দিন আউয়াল ওয়াক্তে ও দ্বিতীয় দিন শেষ ওয়াক্তে ছালাত আদায় করান (আবূ দাঊদ, হা/৩৯৩; তিরমিযী, হা/১৪৯)। উক্ত হাদীছ দ্বারা বুঝা যায় যে, ছালাতের পূর্ণ সময়ের প্রথম অংশকে আউয়াল ওয়াক্ত ও শেষ অংশকে আখের ওয়াক্ত বলে বিবেচিত হবে। সুতরাং আজকের তারিখ (৩০-১২-২০২৪) অনুযায়ী ঢাকার ছুবহে ছাদিক ৫:২০ মিনিট এবং সূর্যোদয় ৬:৪০ মিনিট। এক্ষেত্রে ফজরের জামাআত আনুমানিক ৬টার আগে পড়লে তা আউয়াল ওয়াক্ত হিসেবে বিবেচিত হবে। আর যোহরের ওয়াক্ত শুরু হচ্ছে ১২:০১ মিনিটে এবং শেষ হয় ৩:০১ মিনিটে। সেক্ষেত্রে আনুমানিক ১:৩০ মিনিটের আগে যোহরের ছালাত আদায় করলে তা আউয়াল ওয়াক্ত হিসেবে বিবেচিত হবে।

প্রশ্নকারী : হারুনুর রশীদ

চুয়াডাঙ্গা।

Magazine