কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১১) : আমি রঙের কাজ করার সময় দেহের বিভিন্ন স্থানে রং লেগে থাকে। রঙের এই প্রলেপ নিয়েই ওযূ করি। উক্ত ওযূ দ্বারা ছালাত আদায় করা যাবে কি?

উত্তর : ওযূ বিশুদ্ধ হওয়ার জন্য ওযূর অঙ্গসমূহে পানি পৌঁছানো জরুরী। সুতরাং রঙের প্রলেপ যদি এমন হয় যে, তার কারণে ওযূর কোনো একটি বা সামন্যতম স্থানে পানি পৌঁছায়নি, তাহলে ওযূ এবং ছালাত কোনোটিই হবে না। কেননা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্বকে পানি পৌঁছাতে নির্দেশ দিয়েছেন। আনাস ইবনু মালেক রযিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি ওযূ করে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট উপস্থিত হলো কিন্তু (ওযূতে) তার পায়ে নখ পরিমাণ জায়গা শুকনো ছিল। রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ‘ফিরে যাও এবং উত্তমরূপে আবার ওযূ করে এসো (আবূ দাঊদ, হা/৩৩২)।

প্রশ্নকারী : রবিউল হাছান রিপন

মাসকাট, ওমান।


Magazine